যুদ্ধাপরাধীদের সন্তানদের চাকরি, ভোটের সুযোগ থাকবে না: মোজাম্মেল

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার পাশপাশি তাদের সন্তানদের চাকরি ও ভোট দেওয়ার সুযোগ রহিত করে আইন করা হচ্ছে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 04:19 PM
Updated : 5 Feb 2016, 05:22 PM

শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে গোহাটা মাঠে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল বলেন, “যুদ্ধাপরাধীদের শুধু সম্পদ বাজেয়াপ্ত করলেই চলবে না, তাদের সন্তানদের সরকারি কোনো চাকুরি দেওয়া হবে না।

“এমনকি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও দেওয়া হবে না।”

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তাদের বিচারের জন্য দ্রুত আইন করা হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামী মানবতা বিরোধী দল। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলার মাটিতে নেই।

“মানবতাবিরোধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে। যুদ্ধাপরাধীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদানের অধিকার থাকবে না।”

ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে সাবেক এমপি রুহুল আমীন মাদানি, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এন এম শোভা মিয়া আকন্দ বক্তব্য রাখেন।

এর আগে ত্রিশালে এলজিইডির নবনির্মিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।