সিলেটে ছাত্র ইউনিয়ন নেতার উপর হামলার খবর

সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সহিদুজ্জামান পাপলু তার উপর দুর্বৃত্তের হামলার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 11:47 AM
Updated : 5 Feb 2016, 11:58 AM

সিলেট নগরীর রিকাবীবাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে আসায় তিনি ‘বেঁচে যান’ বলে জানান।

তবে এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি বলে কোতোয়ালি থানা পুরিশ জানিয়েছে।

 

পাপলু ফেইসবুকে লেখেন, রিকাবীবাজারে পুলিশ লাইন্সের কাছে এলে তার উপর হামলা করে কয়েকজন যুবক। ওই সময় তার চিৎকারে পথচারী ও রাস্তার কয়েকজন নির্মাণ শ্রমিক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর সহিদুজ্জামান পাপলু (পাপলু বাঙ্গালী) ফেইসবুকে  স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, এক সহযোদ্ধার বাবাকে দেখতে গিয়েছিলাম ওসমানী হাসপাতালে। ফেরার সময় রিকাবীবাজার পুলিশ লাইনসের পাশে দুটি মোটর বাইক যোগে ৫/৬জন ছেলে হুট করে রিকশা থামিয়ে আক্রমণ করে বসে।

হামলার জন্য তিনি সরাসরি কাউকে দায়ী করেননি।

সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, হামলার কোনো অভিযোগ পাননি তিনি।

ছাত্রনেতা পাপলু প্রগতিশীল ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং সিলেট গণজাগরণ মঞ্চের একজন সংগঠক। এর আগে তিনি একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন।