গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

গোপালগঞ্জে  ‘যৌতুকের জন্য’ এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 08:23 AM
Updated : 5 Feb 2016, 08:23 AM

এ ঘটনায় ওই সাংবাদিকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূ জাকিয়া বেগম (৩০) গোপালগঞ্জ শহরের পুরাতন বাজার রোড এলাকার জালাল উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার রাতে শহরের বেদগ্রামে স্বামীর বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি সাওগাতুল আলম জানান।

জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক।

জাকিয়ার বাবা বলেন, “কয়েক মাস ধরে যৌতুকের জন্য নিশান আমাদের চাপ দিয়ে আসছিল, এ নিয়ে তাদের মধ্যে কলহও চলছিল। আমার মেয়েকে সে পরিকল্পিতভাবে হত্যা করেছে।”

তবে অভিযোগ অস্বীকার করে নিশান বলেছেন, “রাতে বাড়িতে ডাকাত হানা দিয়েছিল, তারা আমার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে।”

ওসি সাওগাতুল বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা জাকিয়ার লাশ উদ্ধার করেন।

“ডাকাতির কোনো আলামত আমরা সেখানে দেখিনি। কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিশান ও তার ভাই এহসান সুশান এবং তাদের ভগ্নিপতি হাসানসহ চারজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।