মাধবদীর পৌর ভোট: নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা

নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসহ সাতজনকে বিবাদী করে মামলা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 06:51 AM
Updated : 5 Feb 2016, 06:51 AM

ওই নির্বাচনের পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. ওবায়দুর রহমান বৃহস্পতিবার বিকালে নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম জেলা জজের আদালতে এ মামলা করেন।

ট্রাইব্যুনাল আগামী ১ মার্চ এ বিষয়ে শুনানির দিন রেখেছে বলে আদালত পুলিশের পরির্দশক শহিদুর রহমান জানান।

বাদীর অভিযোগ, গোলযোগের কারণে ৩০ ডিসেম্বর স্থগিত হওয়ার পর গত ১২ জানুয়ারি মাধবদী পৌরসভার পুনঃভোটেও ৪ নম্বর ওয়ার্ডে ‘ব্যাপক অনিয়ম’ হয়।

ওই ওয়ার্ডের ভোট পুনঃগণনার দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে।

মামলার অপর বিবাদীরা হলেন- নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম, নরসিংদী সদরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রিসাইডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বিজয়ী কাউন্সিলর মো. শেখ ফরিদ ও পরাজিত অপর কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল হোসেন।

জেলার নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ফলাফলে বা অন্য কোনো বিষয়ে অসঙ্গতি আছে মনে করলে যে কেউ মামলা করতে পারেন।  আমরা এখনো কাগজ হাতে পাইনি।”