ট্রাক বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীর গতি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার এলাকাজুড়ে যান চলছে ধীর গতিতে।

কুমিল্লা প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 06:26 AM
Updated : 5 Feb 2016, 07:08 AM

মুন্সীগঞ্জের ভবেরচর পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মেঘনা সেতুতে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক বিকল হলে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এই সময়ে দীর্ঘ এলাকাজুড়ে যানজট তৈরি হয়, যার প্রভাবে মহাসড়কের কুমিল্লা অংশেও গাড়ি আটকে থাকতে দেখা যায়।

ট্রাকটি সরিয়ে নেওয়ার পর সাড়ে ৯টা থেকে আবার চলাচল শুরু হলেও গাড়ির চাপ বেশি থাকায় যানবাহন ধীর গতিতে চলছে  বলে এসআই কামরুজ্জামান জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুক্রবার এমনিতেই গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”

এদিকে ঘন কুয়াশা ও গাড়ির চাপের কারণে ভোরে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় চলাচল বিঘ্নিত হয়।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে গভীর রাত থেকে কভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকসহ বড় যানবাহনের জট ছিল। আর শুক্রবার ব্যক্তিগত গাড়ির চাপও বেশি থাকে। এর মধ্যে সকালে ঘন কুয়াশায় যানবাহন চালাতে হয়েছে সাবধানে।

“সকাল সোয়া ৭টা পর্যন্ত যান চলাচলে ধীরগতি ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।”