জয়পুরহাটে ভূমিকম্পে দেড় শতাধিক বাড়ি-ঘরে ফাটল

ভূমিকম্পে জয়পুরহাটের বিভিন্ন স্থানে প্রায় দেড় শতাধিক বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2016, 07:31 AM
Updated : 4 Jan 2016, 08:02 AM

জয়পুরহাট ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহানুর ইসলাম এ তথ্য জানান।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো বাংলাদেশ। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম এবং ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার পর ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টায় হুড়োহুড়ির মধ্যে ‘আতঙ্কিত হয়ে’ ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। সিলেটে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হন।

এছাড়াও ঢাকার বংশালে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে; ফাটল দেখা দিয়েছে শাঁখারীবাজারের একটি বাসায়।

ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জয়পুরহাট পৌর এলাকার সবুজনগর, বুলুপাড়া, নতুনহাট, আদর্শপাড়াসহ জেলার প্রায় দেড় শতাধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে।”

তবে কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

পৌর এলাকার শান্তিনগর মহল্লার বৃদ্ধ দলিলউদ্দিন বলেন, “আমার এত বছর জীবনে এত বড় ভূমিকম্প কখনও দেখিনি।”

পৌর এলাকার বুলু পাড়ার বাসিন্দা স্বপন হোসেন বলেন, “আমাদের একটি ঘরে ফাটল দেখা দিয়েছে, আগে যে কয়েকবার ভূমিকম্প হয়েছে তাতে কখনও ফাটল দেখা দেয়নি।”