আটক মিয়ানমারের ৭ নাগরিককে ফেরত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের সাত নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2015, 02:24 PM
Updated : 6 Dec 2015, 02:52 PM

বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে রোববার দুপুর আড়াইটার দিকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিক নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে রোববার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।

‘বিজিবির নিয়মিত টহল দল বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে খাদ্যসহ মানবিক সহায়তা দিয়ে দুপুর আড়াইটার দিকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ২০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে জানান তিনি।