পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৮ জনকে হত্যার হুমকি

আনসার আল ইসলামের নামে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 10:43 AM
Updated : 30 Nov 2015, 03:57 PM

সোমবার সকালে ডাকে পাঠানো চিঠিটি রাজশাহীর স্থানীয় পত্রিকা ‘দৈনিক সানশাইন’ কার্যালয়ে পৌঁছে।

চিঠিতে প্রতিমন্ত্রী ছাড়াও রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজানউদ্দিন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল হায়াত ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার হুমকি পেয়েছেন।

কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে কয়েকদিন আগে মোবাইল ফোনেও হুমকি দেওয়া হয়েছিল।

আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) নামের সংগঠনটির নাম লেখা প্যাডে ‘রাজশাহী শহরে আমাদের টার্গেটসমূহ’ শিরোনামে ওই চিঠি পাঠানো হয়েছে।

একই ধরনের একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়েও পৌঁছেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী সিরাজুল ইসলাম।

তবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, এ ধরনের কোনো চিঠি তিনি ও খায়রুজ্জামান লিটন পাননি।

চিঠির শুরুতে লেখা হয়েছে, ‘একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। ... দ্বীন প্রতিষ্ঠায় এদের প্রত্যেককে হত্যা করা হবে।’

চিঠির নিচে আনসার আল ইসলাম (আল-কায়দা ভারতীয় উপমহাদেশ) প্রধান হিসেবে মুফতি আবদুল্লাহ আশরাফ ও রাজশাহী অঞ্চলের স্থানীয় প্রধান নির্দেশক হিসেবে রাজশাহী কলেজের অধ্যাপক হবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

যোগাযোগ করা হলে এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ‘এগুলো ফেইক।’ তাকে বেকায়দায় ফেলতে কোনো চক্র তার নাম ব্যবহার করে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার জানান, তিনি এ ধরনের কোনো চিঠি এখনও পাননি।

রাতে বোয়ালিয়া মডেল থানার এসআই ও তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, হত্যার হুমকি দিয়ে চিঠি দওয়ার ঘটনায় দুইটি জিডি করা হয়েছে। এরপর পুলিশ তদন্ত শুরু করেছে।

যাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।