কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড  

কুষ্টিয়ার দৌলতপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার চার বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 09:37 AM
Updated : 30 Nov 2015, 09:37 AM

সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

দণ্ডিত রোকন মন্ডল দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের হুলি মন্ডলের ছেলে।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী মামলার বরাত দিয়ে জানান, ২০১১ সালের ২৬ অগাস্ট রাতে ভ্যানচালক রোকন মন্ডল জুয়া খেলে বাড়ি ফিরে অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে রোকন তার স্ত্রীকে বাড়ির পাশে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেয়। দুইদিন পর ওই ড্রেন থেকে পুলিশ লাইলীর গলিত লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

পিপি অনুপ কুমার জানান, নিহতের বাবা লাল চাঁদের দায়ের করা মামলায় পুলিশ রোকনকে গ্রেপ্তার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রোকন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে।