বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে ২ জলদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যাদের জলদস্যু বলে দাবি করছে র‌্যাব।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 05:34 AM
Updated : 30 Nov 2015, 07:12 AM

সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের উরুবাড়িয়া খালে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফরিদুল আলম। 

নিহতরা হলেন মনির (২২) এবং তার সহযোগী নুর মোহাম্মদ ভোলা মামা (৩৯)। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।

মনির জলদস্যু মনির বাহিনীর প্রধান এবং নুর মোহাম্মদ তার সেকেন্ড ইন কমান্ড বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

ফরিদুল আলম বলেন, উড়ুবুনিয়া খাল এলাকায় মনির বাহিনীর সদস্যরা অবস্থান করার সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল। 

“এ সময় আত্মসমর্পণ করতে বলা হলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে সেখান থেকে দুটি লাশ ও দেশি বিদেশি ১৮টি অস্ত্র উদ্ধার করা হয়।”

সুন্দরবনে থাকা জেলে ও বাওয়ালিরা ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো মনির ও ভোলার বলে সনাক্ত করে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।