মুন্সীগঞ্জে রিয়াজ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ার রিয়াজ হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 01:29 PM
Updated : 2 Dec 2015, 05:05 AM

রোববার বিকালে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গজারিয়ার যষ্ঠীতলার আব্দুল হক খাঁর ছেলে রিপন খাঁ (২৮) ও  হোগলাকান্দি গ্রামের হাসেন আলী ভূইয়ার ছেলে মো. শামীম ( ২৬)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, হোগলাকান্দি গ্রামের খবির চুটকির ছেলে শাহ জালাল (৩২) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মঞ্জিল মিয়া (৩১)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মঞ্জিল মিয়া পলাতক রয়েছেন বলে জানান আদালতের পিপি আব্দুল মতিন।

মামলার নথির বরাত দিয়ে পিপি আরও জানান, যষ্ঠীতলা গ্রামের গোলবক্স ব্যাপারীর ছেলে রিয়াজ ব্যাপারী এবং আসামিরা একই সঙ্গে ট্রলারে শ্রমিকের কাজ করত। একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে ২০০৯ সালে ১৪ মার্চ রাতে রিয়াজকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। পরের দিন গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই বছর ১৫ মার্চ চার জনকে আসামি করে একটি মামলা করেন রিয়াজের বাবা গোলবক্স। তদন্ত শেষে চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিয়াজের বাবা গোলবক্স ব্যাপারী।