শিশু রাহাত হত্যা: অভিযোগপত্রে আসামি ৪ জন

শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম রাহাতকে অপহরণের পর হত্যার মামলায় তার খালুসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে আদালতে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 09:10 AM
Updated : 29 Nov 2015, 09:24 AM

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদ বাদল রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। 

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন অপহৃত শিশুর খালু আবদুল লতিফ (২২), রবিন মিয়া (২০), ইমরান হাসান (২২) ও আসলাম বাবু (২১)।

এরা শেরপুর জেলা কারাগারে আটক রয়েছে বলে জানান তিনি।

মামলার বরাত দিয়ে ওসি মাজহারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ অগাস্ট দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার খালু আব্দুল লতিফ ও তার অপর তিন সহযোগী অপহরণ করে। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

“এ ঘটনায় অপহৃত শিশুর বাবা শহিদুল ইসলাম খোকন শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

“গত ৮ অগাস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের কাছে মাজারের টিলা থেকে রাহাতে লাশ উদ্ধার করে পুলিশ।”

অভিযোগপত্রভুক্ত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।