মতলব পৌরসভা: দলীয় মনোনয়নের অপেক্ষা

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা।   

আল ইমরান শোভন চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 03:01 PM
Updated : 27 Nov 2015, 03:05 PM

প্রতিদিনই বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি গণসংযোগ করছেন তারা।  

নির্বাচনে মেয়র পদের জন্য প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম নুরু, এএইচএম গিয়াসউদ্দিন, এমএ আজিজ বাবুল, আওলাদ হোসেন লিটন, মহসিন মৃধা, আল-আমিন ফরাজী ও আবুল বাশার পারভেজ মিয়াজী।

বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান মেয়র এনামুল হক বাদল, মো. বিল্লাল হোসেন মৃধা ও মেজবাহ উদ্দিন মেজু।

মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরু বলেন, “তৃণমূল নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চূড়ান্তভাবে মেয়র পদে প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। দল আমাকে মূল্যায়ন করবে বলে আশা করি।”

পৌর আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন লিটন বলেন, “আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। দলের সিদ্ধান্তই মেনে নিব।”

বর্তমান মেয়র এনামুল হক বাদল বলেন, “দুবার নির্বাচিত হয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। দল থেকে মনোনয়ন পেয়ে আবার নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করে যাবো।”

এদিকে দীর্ঘ পৌরবাসীর অভিযোগ দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা। 

পৌর এলাকার বাসিন্দা শ্যামল ও মাহফুজ বলেন, রাস্তা-ঘাটগুলো বেহাল পড়ে আছে। দীর্ঘদিনেও নির্মিত হয়নি ড্রেনেজ ব্যবস্থা। যেখানে সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার থেকে পৌর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিনে মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করলেও কাউন্সিলর পদে চারজন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

১৯৯৭ সালের ২৭ মার্চ মতলব পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে যার মোট ভোটার ৪০ হাজার ৮৬৩ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর মতলব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।