যাওয়ার কথা বলেও ভারত গেলেন না কেউ

বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও তৃতীয় দফায় ভারতগামীদের ৭৫ জনের কেউ যাননি বৃহস্পতিবার।

আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 04:38 PM
Updated : 26 Nov 2015, 04:42 PM

বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও তৃতীয় দফায় ভারতগামীদের ৭৫ জনের কেউ যাননি বৃহস্পতিবার।

বিলুপ্ত ছিটমহলবাসী  ভারতের নাগরিকত্ব গ্রহণকারী কৃষ্ণকান্ত বর্মণ (৬৫) বলেন, “হামাকগুলা ভুল বুঝিয়া ভারতে যাবার নাম নেকাইছে। অ্যালা ভারত যাবার চাই না। এ মাটি ছাড়ি যাবার নই।”

শ্রীমতী দেবজানির (৭০) এক চোখ অন্ধ। অন্য চোখেও ভালো দেখেন না। তার সাফ জবাব, “অ্যাটি জন্মিছি, অ্যাটি মরমো। হামরা ভারত যাবার নই। ওমরাগুলা জোর করি ভারত যাবার জন্য নাম নেকাইছে। অ্যালা বুঝছি ক্ষেতি হইছে।”

ফুলবাড়ীর ইউএনও নাছির উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ৭৫ জনের ভারতে যাওয়ার কথা ছিল। এ জন্য সব আয়োজন সম্পন্ন করা হলেও কেউ যাননি।

ইউএনও জানান, ভারতের নাগরিকত্ব গ্রহণ করলেও ১৯ পরিবারের ৭০ জন এখন আর ভারতে যেতে চাচ্ছেন না মর্মে আবেদন করেছেন।

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, তারা কেউ আর ভারতে যাবেন না। তবে তারা ইচ্ছে করলে রিজার্ভ ডেট ২৯ নভেম্বর যেতে পারবেন।”  

ভারতগমেনিচ্ছুদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজন কোনো প্রকার যোগাযোগ রাখছেন না।

এছাড়া বাঁধন ও হাজরা বেগম নামে আরও দুজন আগে থেকেই ভারতে অবস্থান করছেন বলে ইউএনও-র কাছে খবর রয়েছে।

এর আগে ২২ নভেম্বর প্রথম দফায় ১৫ পরিবারের ৭২ জন এবং ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় ৩০ পরিবারে ১৫৭ জন ভারতে যান।

তৃতীয় দফার এই ৭৫ জন সম্পর্কে বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাড়ির টানে এসব মানুষ বাংলাদেশে থেকে যেতে চান।

“মূলত বুঝতে না পেরে তারা ভারতে যাওয়ার আবেদন করেন। এখন তারা ভুল বুঝতে পেরেছেন। এ কারণে এখন আর যেতে চান না।”

তবে এদের ব্যাপারে প্রশাসনের কোনো সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি।