১৮ দিনেও প্রকাশ হয়নি রাবির বি ইউনিটের ফল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল ১৮ দিনেও প্রকাশ হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইব্রাহীম খলিলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 08:17 AM
Updated : 26 Nov 2015, 08:17 AM

গত ৯ নভেম্বর ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

তবে দুই/তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে অনুষদ থেকে জানানো হয়।

মো. কারিমুল ইসলাম নামের এক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর ৯ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৮ দিন পার হতে চললেও ফল প্রকাশ করা হয়নি। তাহলে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে।”

ফলাফল না পাওয়ায় তারা উদ্বিগ্ন রয়েছেন বলে জানান খুলনা থেকে পরীক্ষা দিতে আসা তুরিনা ও আশা নামের দুই শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমানুল হক বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এত দেরি কেন হচ্ছে সেটা জানতে অনুষদের ডিনকে ফোন দেন।”

আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুরুর দিকে ওএমআর মেশিন নষ্ট হয়ে যাওয়ায় দুইদিন কোনো কাজ করাই সম্ভব হয়নি। এবার লিখিত পরীক্ষা থাকায় খাতা দেখতে দেরি হচ্ছে। সেজন্য ফলও প্রকাশ করা যাচ্ছে না।

দুই তিন দিনের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে জানান তিনি।