পাবনায় জামাইয়ের হাতে শ্বশুর নিহতের অভিযোগ

জমি নিয়ে বিরোধে পাবনা শহরে মেয়েজামাইয়ের হামলায় শ্বশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।   

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 05:02 AM
Updated : 26 Nov 2015, 05:02 AM

শালগাড়িয়া সরদারপাড়ায় বুধবার রাতে হামলায় মোজাফ্ফর হোসেন (৫০) আহত হন, বৃহস্পতিবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মোজাফ্ফর হোসেন জেলার সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

মোজাফ্ফরের স্ত্রী রাজিয়া বেগমকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাফ্ফর হোসেন কয়েক বছর আগে পাবনা শহরের শালগাড়িয়া সরদারপাড়ায় বাড়ি করে বসবাস শুরু করেন। তাদের গ্রামের বাড়ি সাঁথিয়া উপজেলার বাউসগাড়িতে।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সম্প্রতি জায়গা-জমি নিয়ে মেয়ে জামাই ইকবাল হোসেনের সঙ্গে শ্বশুরের বিরোধ শুরু হয়। এরই জেরে বুধবার রাতে জামাই ও শ্বশুরের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে ইকবাল ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।”

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয় যান বলে জানান তিনি।

ওসি আরও জানান, পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে এবং এ ঘটনায় ইকবালকে আটকের চেষ্টা চলছে। এখনও কেউ মামলা করেনি।

ইকবাল হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার ভরতপুর মাঠপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে।