বিএনপির ভোটব্যাংক নিয়ে আ.লীগের লড়াই

বিএনপির ভোটব্যাংক বলে পরিচিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জোর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

খাগড়াছড়ি প্রতিনিধিনুরুল আজমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 05:55 PM
Updated : 25 Nov 2015, 05:55 PM

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় মনোনয়ন যে-ই পান না কেন, নেতাকর্মীরা সবাই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন।”

আওয়ামী লীগের স্থানীয় নেতারা খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, “বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরী ব্যর্থ হয়েছেন।

“ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি, সব ওয়ার্ডে বিদ্যুৎ যায়নি, বিএমডব্লিওএফ প্রজেক্টের অর্থ ফেরত গেছে বর্তমান মেয়র আবু ইউসুফ চৌধুরীর কারণে।”

তবে ইউসুফ চৌধুরী বলেন, “আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছি। পৌরসভাকে পৌরবাসীর প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করেছি। এখানে দলীয় নেতাকর্মীদের প্রশ্রয় দেইনি।”

উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। বিএনপির ভোটব্যাংকে আঘাত হানার সামর্থ্য সরকারি দলের এখনও হয়নি।”

পৌরসভা নির্বাচনকে ‘সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ’ হিসেবে দেখছেন এই নেতা।