জলঢাকা পৌর মেয়র জাপা ছেড়ে কৃষক লীগে

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র উপজেলা জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি ইলিয়াছ হোসেন বাবলু কৃষক লীগে যোগদান করেছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 04:03 PM
Updated : 25 Nov 2015, 04:22 PM

জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন বলেন, “আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি।

“আমার দাদা জলঢাকা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আমার বাবা  মোশাররফ হোসেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

“আমার শরীরে আওয়ামী লীগের কর্মীর রক্ত বইছে।”

ইলিয়াছের যোগদান নিশ্চিত করে জলঢাকা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, “ইলিয়াছ হোসেন বাবলু আমাদের ঘরের ছেলে। তিনি এত দিন ঘরের বাইরে ছিলেন।”

জলঢাকা ডিগ্রি কলেজ মাঠে কৃষক লীগের মঙ্গলবারের এক কর্মী সমাবেশে পৌরসভার চার কাউন্সিলসহ কয়েকশ’ নেতাকর্মীকে নিয়ে মিছিল করে হাজির হন।

এ সময় মঞ্চে উপস্থিত থাকা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নানের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে কৃষক লীগে যোগদান করেন।

যোগদানকৃত জলঢাকা পৌরসভার চার কাউন্সিলরা হলেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোশফেকুর রহমান চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রণজিৎ কুমার রায় ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশফেকুর রহমানের স্ত্রী ওই পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মারুফা আক্তার।

এ সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক রইসুল হক, সাংগঠনিক সম্পাদক মানিক, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।