‘পদ্মা সেতুর মূল পাইলিংয়ের উদ্বোধন ১২ ডিসেম্বর’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 02:05 PM
Updated : 2 Dec 2015, 05:07 AM

বুধবার বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্টে মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষ অপেক্ষায় ছিল কবে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ শুরু হবে। সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে।

“বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির কাঙ্খিত স্বপ্নপূরণ করতে যাচ্ছেন।”

রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে সড়ক যোগাযোগে যুক্ত করতে পদ্মা নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ২০১৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক হয়েছে।