চাঁপাইনবাবগঞ্জের ৪ পৌরসভায় আগাম প্রচার

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হবে এমন ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরা চাঁপাইনবাবগঞ্জের জেলা নেতাদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। চারটি পৌরসভায় নির্বাচনের আগাম প্রচারণাও জমে উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 01:48 PM
Updated : 25 Nov 2015, 01:48 PM

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা

এ পৌরসভায় মেয়র প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন ব্যবসায়ী সামিউল হক লিটন, যুবলীগ নেতা শহীদুল হুদা অলক, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

বিএনপির বর্তমান মেয়র মাওলানা আব্দুল মতিন, পৌর কাউন্সিলর শাহ নেওয়াজ খাঁন সিনা, জামায়াত থেকে বহিষ্কৃত ও সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক পৌর মেয়র আতাউর রহমান।

এছাড়াও নাগরিক কমিটির ব্যানারে রয়েছেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মরিুজ্জামান, জাতীয় পার্টির শাহজাহান আলী, জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ড। ভোটার সংখ্যা এক লাখ ২৫ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ২৭৭ ও মহিলা ভোটার ৬৩ হাজার ৯৯২ জন।

শিবগঞ্জ পৌরসভা

শিবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনের নাম ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

তবে প্রার্থী হতে বিদ্রোহ ঘোষণা করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ঈমানী আলী ও গোলাম কিবরিয়া।

মেয়র প্রার্থী হিসেবে কারিবুল হক রাজিনের নাম ঘোষণা করার পর সাংবাদিক সম্মেলন করে স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনও করেন তারা।

তবে সংসদ সদস্য গোলাম রাব্বানী বলেন, “তৃণমূল আওয়ামী লীগের মতামতের ভিত্তিতেই কারিবুল হক রাজিনের নাম ঘোষণা করা হয়েছে।”

এছাড়া প্রার্থী হতে চাচ্ছেন বরখাস্তকৃত মেয়র বিএনপির শামীম কবির এবং জামায়াতের মো. জাফর আলী।

এ পৌরসভার ভোটার সংখ্যা মোট ২৮ হাজার ৭৭২ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৬৬৩ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ১০৯জন।

নাচোল পৌরসভা

দলীয় প্রার্থী হিসেবে আনারুল ইসলামের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

তবে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ঝালু ও যুবলীগ নেতা রয়েল বিশ্বাসও মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

বিএনপির প্রার্থী হিসেবে সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, নূর কামাল ও আব্দুল্লাহ আল মাসুদ জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া প্রার্থী হতে ইচ্ছুক হিসেবে জামায়াতের রফিকুল ইসলাম (কারাগারে) ও জাতীয় পার্টির তোহিদুল ইসলাম শাহীনের নাম শোনা যাচ্ছে।

এ পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৩৪৫। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৭৮ জন ও মহিলা ভোটার ৬ হাজার ২৬৭ জন।

রহনপুর পৌরসভা

জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় মেয়র পদে স্থানীয় সংসদ সদস্য মোহা. গোলাম মোস্তফা বিশ্বাসের ভাই বর্তমান মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসের নাম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিএনপির মেয়র প্রত্যাশীরা হচ্ছেন তারেক আহমেদ, এনায়েত করিম তোকি ও অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু এবং জামায়াতের মিজানুর রহমান (কারাগারে)।

এসব প্রার্থীদের গণসংযোগ চালাতে দেখা গেছে।