বগুড়ায় পৌর নির্বাচন: মনোনয়ন নিয়ে দুশ্চিন্তা

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:22 AM
Updated : 25 Nov 2015, 11:22 AM

প্রথমবারের মতো দলীয় পরিচয়ে পৌরসভার মেয়র নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বগুড়ার সম্ভাব্য প্রার্থীরা।

আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে।

মনোনয়ন দাখিলের ‘মাত্র নয় দিন’ বাকী আছে উল্লেখ করে কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়া জেলা কমিটির সাথে যোগাযোগ করেছি এবং কাহালু নির্বাচন অফিসেও যোগাযোগ করেছি কিন্ত মনোনয়ন কীভাবে হবে কেউ এখনও বলতে পারে না।

‘মনোনয়ন কীভাবে চাইব কিংবা মনোনয়ন না পেলে কীভাবে ভোট করব এ নিয়ে সংশয়ে আছি। গণসংযোগও করতে পারছি না।’

মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নাই ধুনট পৌরসভার মেয়র আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই নুরন্নবী তারেকেরও।

তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের কয়েকদিন আছে মাত্র। মনোনয়ন চাইব নাকি গণসংযোগ চালাব তা ভেবে পাচ্ছি না।’

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, কী পদ্ধতিতে মনোনয়ন দেওয়া হবে তার এখনও কোন নির্দেশ কেন্দ্র থেকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, “মনোনয়নের পদ্ধতির বিষয়ে দ্রুত দলীয় সিদ্ধান্ত হচ্ছে। কীভাবে মনোনয়ন দেওয়া হবে তা দলীয় ফোরামে আলোচনার পর জানাতে পারবে।”

বগুড়া সদর, সরিয়াকান্দি, সান্তাহার, গাবতলী, ধুনট, নন্দীগ্রাম, শিবগঞ্জ, কাহালু ও শেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজেলার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৯১১ জন।