লক্ষ্মীপুরে ২০৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

লক্ষ্মীপুরে ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

লক্ষ্মীপুর প্রতিনিধিসাইফুল স্বপনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:10 AM
Updated : 25 Nov 2015, 11:10 AM

দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান, দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, পাঁচটি উপজেলায় ৭৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সদর উপজেলার ৮৬টি, রামগঞ্জে ৫২টি, কমলনগরের ১৭টি, রামগতির ২৪টি ও রায়পুরের ২৭টির প্রধান শিক্ষক নেই।

অনেক শিক্ষক অবসরে এবং সুবিধামত বিদ্যালয়ে বদলি হয়ে যাওয়ায় পদগুলো শূন্য হয়ে পড়েছে বলে জানান তিনি।

সদর উপজেলার রমাপুর এইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ফারাহ বলেন, “দুই বছর আগে প্রধান শিক্ষক অবসরে গেছেন। এরপর থেকে পদটি শূন্য।”

প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ও দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

একই উপজেলার পূর্ব নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা দাস বলেন, “চার বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। বিদ্যালয়ে কর্মরত দুজন শিক্ষককে পাঁচটি শ্রেণির ক্লাস নিতে হচ্ছে।

ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. সামছু উদ্দিন বাবুল শিক্ষকদের পদোন্নতি দিয়ে এসব শূন্যপদ পূরণে দাবি জানান।

শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, “প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শিগগিরই পূরণ করা হবে। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।”

প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।