কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

বরখাস্ত শ্রমিকদের পুনর্বহাল ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 10:57 AM
Updated : 25 Nov 2015, 10:57 AM

বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়া এলাকায় ‘ফ্যাশন ক্রাফট নীট ওয়্যার’ কারখানার শ্রমিকরা সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিক্ষোভ করে।

শিল্প পুলিশের এএসপি এসএম ফজলে খোদা পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে সোমবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে  দেয় কর্তৃপক্ষ।

এছাড়া কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছয় জনকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

ফজলে খোদা পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা কারখানার সামনে বিক্ষোভ করে।”

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।