শ্রীপুর পৌরসভায় মাঠে আ. লীগ-বিএনপি-জাপা

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 09:15 AM
Updated : 25 Nov 2015, 09:15 AM

আওয়ামী লীগের সাতজন, বিএনপির একজন এবং জাতীয় পার্টির দুজন মেয়র পদে নির্বাচন করার আশাবাদী।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন আনিছুর রহমান, মো. আহসান উল্লাহ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. নূরুন্নবী আকন্দ, রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, শেখ নজরুল ইসলাম ও হারুন-অর রশীদ ফরিদ।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মো. শহিদুল্লাহ শহীদ।

জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হওয়ার দৌড়ে আছেন নূরুল ইসলাম ও মো. কামরুজ্জামান মন্ডল।

বর্তমান মেয়র আনিসুর রহমান বলেন, “আওয়ামী লীগ থেকে মেয়র পদে একাধিক আগ্রহী প্রার্থী আছেন। তবে দলীয় প্রার্থিতা পেতে যার যার মতো লবিং করছেন তারা।”

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন,“দলীয় মনোনয়ন পেলে পৌরবাসীর সহযোগীতায় নির্বাচিত হব বলে আশা করছি।” 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহর প্রার্থিতা বিষয়ে জানতে চাইলে শ্রীপুর পৌর বিএনপির সভাপতি কাজী খান বলেন, “এখনও পর্যন্ত একক প্রার্থী হিসেবে শহীদুল্লাহ শহীদ রয়েছেন।”

শহীদুল্লাহ শহীদ বলেন, “ সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজিসহ সব অসামাজিক কাজ দূর করে একটি আধুনিক সবুজ পৌর শহর গড়তে চাই।”

১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম বলেন, “ভোট আসলেই ভোটারদের কদর বাড়ে। নির্বাচনকে ঘিরে ভোটারদেরও মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।” 

২০০০ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় যার ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬১ জন। প্রতিষ্ঠার পর থেকেই মো. আনিছুর রহমান এ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।