পবায় উপ-নির্বাচন: পিছু হটল বিএনপি

রাজশাহীর পবা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণার একদিন পর নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 05:29 AM
Updated : 25 Nov 2015, 05:29 AM

জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার বাসভবনে দলের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে শেখ বকুলকে দলের পক্ষ থেকে সমর্থনের ঘোষণা দিয়েছিল জেলা বিএনপি।

পবা উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মোকবুল হুসাইনের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। সেখানে আগামী ৮ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তোফাজ্জল হোসেন তপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ-নির্বাচন নিয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি। এ কারণে উপ-নির্বাচনে দলের নির্বাচনী কর্মকাণ্ড স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপি থেকে নির্দেশনা আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে, শেখ বকুলকে নিয়ে নেতাকর্মীদের আপত্তির মুখে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ নিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নির্বাচন নিয়ে দলের কেন্দ্র থেকে কোনো নির্দেশনা আসেনি, কিন্তু শেখ বকুলকে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা।

“এতে জেলা ও পবা উপজেলা বিএনপির নেতাকর্মীরা আপত্তি তোলায় নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

শেখ বকুল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কি না সেটি স্পষ্ট নয়। দলে তার কোনো সদস্য পদও নেই বলে দাবি করেন গোলাম মোস্তফা।

বিষয়টি নিয়ে জেলা বিএনপি সভাপতি নাদিম মোস্তফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নিজেকে বিএনপির কর্মী দাবি করে শেখ বকুল জানান, কোনো দলের সমর্থনে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।

এদিকে, সাবেক ভাইস চেয়ারম্যান ও পবা উপজেলা কৃষকলীগ সভাপতি মনসুর রহমানকে আওয়ামী লীগ এবং আবুল কালাম আজাদকে জামায়াত সমর্থন দিয়েছে।