টঙ্গীতে শেষ হল জোড় ইজতেমা

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গীতে শেষ হল পাঁচ দিনের জোড় ইজতেমা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 02:23 PM
Updated : 24 Nov 2015, 02:23 PM

মঙ্গলবার দুপুরে ভারতের মওলানা মো. ইব্রাহিমের পরিচালনায় মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হয়।

ইজতেমার মুরব্বি মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ এই ইজতেমার একটি প্রধান উদ্দেশ্য।

শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে জোড় ইজতেমা শুরু হয়। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে এই ইজতেমা শুরু হয়।

গিয়াস উদ্দিন জানান, এবারও দুই দফায় বিশ্ব ইজতেমা হবে। তিন দিনের প্রথম দফা ৮ জানুয়ারি এবং দ্বিতীয় দফা হবে ১৫ জানুয়ারি। প্রতি দফার শেষ দিন আখেরি মোনাজাত হবে।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি।