ফরিদপুরে হিন্দু নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের এক নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 01:13 PM
Updated : 24 Nov 2015, 05:02 PM

আহত অলোক সেন ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরে চরকমলাপুর এলাকায় নিজ বাড়ির সামনে তিনি এ হামলার শিকার হন বলে জানিয়েছেন তার স্ত্রী শিখা ঘোষ সেন।

তিনি বলেন, “বিকালে আমরা বাসা থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে মুখোশধারী দুই যুবক আমাদের উপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে  অলোক সেনকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

“আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আমার চিৎকারের আশে-পাশের লোক এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।“

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নাজিমুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান,  ঐক্য পরিষদের এ নেতার দুই হাতে ও শরীরের বিভিন্ন স্থানে চার-পাঁচটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

“জ্ঞান ফেরার পর তার সঙ্গে কথা বলে হামলাকারীদের সম্পর্কে জানতে পারব।“

হামলাকারীদের ধরতে পুলিশ ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

অলোক সেন আহত হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, অলোক সেন এখন শংকামুক্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।