ভারত গেল কুড়িগ্রামের আরও ৩০ পরিবার

কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল থেকে আরও ৩০টি পরিবারের ১৫৮ জন ভারতে গেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 11:29 AM
Updated : 24 Nov 2015, 11:29 AM

স্থল সীমান্ত চুক্তি অনুসারে ছিটমহল বিনিময়ের আগে যৌথ জনগণনায় এ পরিবারগুলো ভারত যাওয়ার জন্য নিবন্ধন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডর বিজিবি ক্যাম্পের কাছ দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতের এ নতুন নাগরিকরা দেশটিতে প্রবেশ করে।

ভারতীয় কর্তৃপক্ষ তাদের কুচবিহার জেলার সাহেবগঞ্জের অস্থায়ী ক্যাম্পে নিয়ে গেছে বলে জানান সেলিম।

সকাল সোয়া ৯টার দিকে দাশিয়ারছড়া থেকে ২৯টি পরিবারের ১৫৭ জনের দলটি ২৪টি পিকআপে মালামাল এবং পাঁচটি মিনিবাসে ভারতীয় সীমান্তের দিকে রওয়ানা দেন। পথে গাড়লঝোড়া থেকে আরও একজন যোগ দেন।

পরে বাগভান্ডার সীমান্ত চেকপোস্টে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারা ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেন।

এর আগে রোববার কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের ১৫টি পরিবারের ৭২ জন ভারতে গেছেন। এ নিয়ে কুড়িগ্রাম থেকে স্থায়ীভাবে ভারতে গেলেন ২৩০ জন।

আগামী ২৬ নভেম্বর আরও ২৭টি পরিবারের ওপারে যাওয়ার কথা রয়েছে।