নেত্রকোণায় হত্যার দায়ে ৫ ভাইবোনের যাবজ্জীবন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার একটি হত্যা মামলায় ১৬ বছর পর পাঁচ ভাইবোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 08:38 AM
Updated : 24 Nov 2015, 09:31 AM

একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।

মঙ্গলবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।

দণ্ডিতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের মেয়ে তাহমিনা, ছেলে দুলাল, হায়দার, চান মিয়া ও রায়হান।

এদের মধ্যে তাহমিনা, দুলাল ও হায়দার রায় ঘোষণার সময় পলাতক ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজম খান।

মামলার নথি থেকে জানা যায়, কলমাকান্দার পাঁচগাও গ্রামের কৃষক আখতার আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী আব্দুস সালামের।

এর জের ধরে আসামিরা ১৯৯৮ সালে ২৫ নভেম্বর সকালে আখতার আলীর বাড়িতে ঢুকে গুলি করে ও কুপিয়ে তাকে হত্যা করে।

অ্যাডভোকেট আজম খান জানান, নিহতের মেয়ে অরুণা আক্তার বাদী হয়ে ওইদিনই কলমাকান্দা থানায় আব্দুস সালাম, তার লোকজন ও দণ্ডিতদেরসহ মোট ১৮ জনকে আসামি করে মামলা করেন।

পরের বছর ১২ এপ্রিল পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

নির্দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।