রাবিতে ভর্তির ই ইউনিটের ফল সংশোধন

ছয় দিন আগে প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফলের ভুল সংশোধন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 03:53 AM
Updated : 24 Nov 2015, 03:53 AM

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা একথা জানান।

এর আগে গত ১৭ নভেম্বর ই ইউনিটের ফল প্রকাশ করা হয়।

অধ্যাপক নীলুফার সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল সংশোধনে করে সোমবার প্রকাশিত এই ফলাফলে জোড় নম্বরধারী নতুন ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আর আগে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ সমান সংখ্যক শিক্ষার্থী বাদ পড়েছে।

সংশোধিত এ ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, “ফলাফল কম্পিউটারে গড় করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক্সেল শিটে ১৮৩ জনের ফল পরিবর্তন হয়ে যায়। ফলাফল পুনরায় যাচাই করার সময় এই ত্রুটি আমরা ধরতে পারি এবং ফলাফল নতুনভাবে প্রকাশ করি।”

তবে, সংশোধিত ফলাফল নিয়ে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

নতুন করে প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় স্থান করে নেওয়া বীথি খাতুন বলেন, “আগের রেজাল্টে আমার সিরিয়ালই আসেনি। এতে পারবারিক ও মানসিকভাবে আমি নানা চাপের মুখে পড়েছিলাম। কিন্তু সংশোধনী রেজাল্টে আমার সিরিয়াল এসেছে ১৯৩ নম্বরে।”

ফল প্রকাশে এমন ‘ভুল’কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের জন্য ‘অপমানজনক’ বলে মনে করেন তিনি।

আলতাফ হোসেন নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, “আগের রেজাল্টে আমার সিরিয়াল এসেছিলো ২৬৫। কিন্তু এই রেজাল্টে আমার কোনো সিরিয়ালই আসেনি।”

এ কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।