চোর সন্দেহে এক প্রতিবন্ধীকে ছ্যাঁকা

লক্ষ্মীপুর সদর উপজেলায় চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে আগুনের ছ্যাঁকা ও পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 04:43 PM
Updated : 23 Nov 2015, 04:44 PM

নির্যাতিত সালাহ উদ্দিনকে (২৫) সোমবার সকালে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান খালেদ বলেন, “প্রতিবন্ধী সালাহ উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণ আঘাতের চিহ্ন রয়েছে। তার দু পায়ে পোড়া চিহ্ন পাওয়া গেছে।”

সালাহ উদ্দিনের মা নূরুন নাহার অভিযোগ করে বলেন, “বাঞ্চানগর গ্রামের জবেদ উল্লাহ মুন্সি তার বাড়ির সামনে সুপারি গাছের সঙ্গে রোববার রাতে বেঁধে রেখে আমার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নির্যাতন করেছে।”

সালাহ উদ্দিন নবীগঞ্জ গ্রামের বাকপ্রতিবন্ধী সফিক উল্লাহর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবেদ আলী মুন্সি ও আলমগীর হোসেনসহ কয়েকজন মিলে চোর সন্দেহে আটক করে সালাহ উদ্দিনকে।

“পরে তাকে সুপারি গাছের সঙ্গে রাতভর বেঁধে রেখে আগুনে প্লাস্টিক পুড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় এবং বেদম মারধর করে।”

অভিযুক্ত আলমগীরের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি।

তার স্ত্রী নিপু বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোর ধরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য মারধর করা হয়েছে। যে যেভাবে পেরেছে সেভাবে মেরেছে।”

সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে আসামিদের গ্রেপ্তারসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ”