ঢিলেঢালা হরতাল বাগেরহাটে

জামায়াতের হরতালে বাগেরহাটের মংলা বন্দরে পণ্য ওঠা-নামায় কোনো বিঘ্ন ঘটেনি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 09:29 AM
Updated : 23 Nov 2015, 09:29 AM

এছাড়া বাগেরহাট-খুলনাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল স্বাভাবিক থাকে।

যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার‌্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

সরেজমিনে দেখা গেছে, শহরের আদালতপাড়া, ব্যাংক, বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চলেছে অন্যান্য দিনের মতো।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. হাসান বলেন, “প্রতিদিনের মতো সকাল থেকে বন্দরে অবস্থান নেওয়া জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছে।”

এদিকে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও বাগেরহাট-খুলনাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল স্বাভাবিক ছিল।

বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বলেন, “দূরপাল্লার পরিবহন ছাড়া বাগেরহাট জেলার অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় একটু কম চলছে।”

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, হরতালে সব ধরনের নাশকতা এড়াতে বাগেরহাট শহরসহ আশপাশের উপজেলাগুলোতে পুলিশী টহল বাড়ানো হয়েছে। হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।