চুরির মামলায় ডিবি হেফাজতে শিশু

মোবাইল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে লক্ষ্মীপুর সদরে এক শিশুকে (১১) আটক করে পুলিশে দিয়েছে জনতা।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 06:23 AM
Updated : 23 Nov 2015, 06:23 AM

রোববার বিকালে ওই ঘটনার পর সাত জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে শিশুটিকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার এএসআই মো. হানিফ জানান, শহরের উত্তর তেমুহনী থেকে চকবাজার যাওয়ার পথে মোবাইলে কথা বলছিলেন শিব্বির আহম্মেদ নামের এক ব্যক্তি।

“ওই সময় আটক শিশুটি মোবাইল ফোনটি নিয়ে তার সঙ্গিদের দিয়ে দেয়। পরে সে জনতার হাতে ধরা পড়ে। তবে, ওই সময় তার সঙ্গে থাকা ছয় জন পালিয়ে যায়।”

তার সঙ্গীরা হলো কুমিল্লার ভাইয়েরা গ্রামের মামুন, জসিম, ওয়াশি, জুয়েল, করিম ও শিপন।

এএসআই হানিফ বলেন, “এ ঘটনায় থানায় চুরির মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য ছেলেটিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শিব্বির আহম্মেদ জানান, শিশুটি মোবাইল ফোনটি নিয়ে তার সঙ্গীদের দিয়ে দেয়। পরে তাদেরকে খোঁজাখোঁজি করে পাওয়া যায়নি। তবে শিশুটিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

তিনি বাদী হয়ে সাত জনকে আসামি করে সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন বলে জানান।

ডিবির এএসআই হুমায়ুন কবীর জানান, জিজ্ঞাসাবাদ শেষে শিশুটিকে আদালতে হাজির করা হবে।