‘যৌতুকের দাবিতে’ কলেজছাত্রীকে ‘হত্যা’, আটক ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক কলেজছাত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 03:19 PM
Updated : 22 Nov 2015, 03:19 PM

রোববার দুপুরে নোয়াখালী সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি গোলাম ফারুক।

নিহত সীমা আক্তার (২৩) উপজেলার আমানতপুর গ্রামের ফিরোজ আহম্মদ সোহেলের স্ত্রী।

রাজগঞ্জ ইউনিয়নের আলাদী নগর গ্রামের আলী হোসেনের মেয়ে সীমা নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এ ঘটনায় সীমার শাশুড়ি ফুলমতি ও ননদ পপি আক্তারকে (২১) আটক করা হয়েছে। স্বামী সোহেল চট্টগ্রামে চাকরি করায় তাকে পাওয়া যায়নি বলে জানান ওসি।

নিহতের চাচা কাজী রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে সোহেলের সঙ্গে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন সীমার ওপর নির্যাতন চালিয়ে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও হয়।

“শনিবার রাতে নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে রোববার সীমাকে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।”

ওসি গোলাম ফারুক বলেন, সীমার মরদেহ রেখে হাসপাতাল থেকে পালানোর সময়  ফুলমতি ও পপিকে আটক করা হয়।

এ ব্যাপারে সীমার মা রাবেয়া বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।