ছাত্রলীগের ওপর শিবিরের হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের ওপর ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 02:17 PM
Updated : 22 Nov 2015, 02:17 PM

রোববার সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইটে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় প্রতক্ষ্যদর্শীরা।

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে হল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় আমরা কাজলা গেইটে অবস্থান করছিলাম।

“এ সময় ৪০ থেকে ৫০জন শিবিরকর্মী আমাদের ওপর ককটেল, গুলি ও ইট ছোড়ে। এ সময় ইটের আঘাতে আমার বাম হাতে ক্ষত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের কাজলা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪০-৫০ জন শিবির কর্মী জয়বাংলা স্লোগান দিয়ে কাজলা গেইটে আসে। পরে তারা নারায়ে তাকবির স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চার পাঁচজন ছাত্রলীগকর্মীর ওপর হামলা চালায়।

“এ সময় তারা হাতবোমার বিস্ফোরণ ও ইট ছুড়ে মারে। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে গিয়ে শটগানের গুলি ছুড়লে শিবির কর্মীরা পালিয়ে যায়।”

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় শিবিরকর্মীরা কাজলাতে মিছিল করে। এ সময় তারা এক-দুইটি হাতবোমা ফাটায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকেই আটক করা সম্ভব হয়নি।