গাইবান্ধায় পুলিশ হত্যা: অভিযোগপত্রভূক্ত এক আসামি গ্রেপ্তার

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মামলায় অভিযোগপত্রের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2015, 05:43 AM
Updated : 29 Jan 2016, 05:04 PM

সুন্দরগঞ্জ থানার এসআই রাজা মিয়া জানান, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতনতলা গ্রাম থেকে শনিবার রাতে মো. ছামিউল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।

ছামিউল ইসলাম ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।  

এসআই বলেন, “দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন ছামিউল। সম্প্রতি এলাকায় আসার সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তারে রাতে ছাইতনতলার একটি বাড়িতে অভিযান চালানো হয়।”

ছামিউলের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হামলা চালায়। ওইদিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরকর্মীরা ঢুকে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে।  

ওই ঘটনায় বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।

ছামিউল এই মামলায় অভিযোগপত্রভূক্ত আসামি বলে জানান ওসি।