কক্সবাজার বিমানবন্দরে বোমা সদৃশ বস্তু

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজ করার সময় বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2015, 01:56 PM
Updated : 16 Nov 2015, 03:50 PM

বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত জানান, সোমবার বেলা সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের লাগোয়া পশ্চিম ফদনার ডেইল এলাকায় ওই বস্তুটি পাওয়া যায়।

কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের সংস্কার কাজ করার সময় শ্রমিকরা বোমা সদৃশ বস্তুটি পায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানায়।

বস্তুটি পরীক্ষা করার জন্য সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন জানান, বোমা সদৃশ বস্তুটি ‘এয়ার বোমা’।এর ওজন ৫ শত পাউন্ড এবং দৈর্ঘ্য ৪ ফুট।

বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে মঙ্গলবার নিস্ক্রিয় করা হবে বলে জানান তিনি।