পাবনায় এএসআই হত্যার আসামির স্বীকারোক্তি

পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2015, 04:11 PM
Updated : 4 Nov 2015, 05:51 PM

বুধবার পাবনা আমলী আদালত-২ এর বিচারক রেজাউল করিমের কাছে তিনি এ জবানবন্দি দেন বলে জানান ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ।

রাসেলকে মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকশী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে রাসেলকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে  আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

গত ৫ অক্টোবর সকালে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলের পেছনের একটি হলুদ ক্ষেত থেকে এএসআই সুজাউল ইসলামের হাত-পা ও মুখ বাঁধা এবং গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

ওই রাতেই পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল করিম অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এ ঘটনায় এর আগে গত ৮ অক্টোবর তিন জনকে আটক করে পুলিশ।