ঈশ্বরদী ছেড়ে গেছেন যাজক লুক সরকার

গলাকেটে হত্যা চেষ্টার পর এলাকা ছেড়ে চলে গেছেন পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চ অব গডের যাজক লুক সরকার।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2015, 06:45 AM
Updated : 31 Oct 2015, 12:33 PM

তবে তিনি কেন এবং কোথায় গেছেন তা কেউই নিশ্চিত করে বলছে না।

পুলিশের দাবি, বদলি নিয়ে গত মঙ্গলবার তিনি সাতক্ষীরা চলে গেছেন।

গত ৫ অক্টোবর ধর্মীয় দীক্ষা নেওয়ার কথা বলে তিন যুবক ঈশ্বরদীর পৌর এলাকার স্কুলপাড়ায় লুক সরকারের ভাড়া বাসায় গিয়ে তাকে গলাকেটে হত্যার চেষ্টা চালায়। এই ঘটনায় ওই দিন রাতেই লুক সরকার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।

পরদিন ওবায়দুর রহমান (২২) নামে এক ‘শিবির কর্মী’ এবং ১২ অক্টোবর ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে আবদুর রাকিব রাব্বি নামে একজন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

ফেইথ বাইবেল চার্চ অব গড এর দক্ষিণাঞ্চলের সুপারভাইজার রেভারেন্ট ভানু বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি ঈশ্বরদীতে কমফোর্ট ফিল না করার বিষয়টি অফিসে জানিয়েছিলেন। পরে অফিস কর্তৃপক্ষ তাকে অবকাশ যাপনের জন্য সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেয়।

“তিনি রিক্রেয়েশনের জন্য গেছেন। যেখানে খুশি সেখানে যাবেন, তবে কোথায় গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এতো বড় ঘটনার পর তিনি কী করে সাহস করবেন ঈশ্বরদীতে থাকতে। কে কতদিন তাকে নিরাপত্তা দিবে বলেও মন্তব্য করেন চার্চের এ কর্মকর্তা।

ঈশ্বরদীতে ফেইথ বাইবেল চার্চে লুক সরকারের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।

তবে পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) এস এম এ জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি তো চার্চে চাকরি করতেন। বদলি জনিত কারণে তিনি চলে গেছেন।চলে যাওয়ার সময় আমার সঙ্গে বলে গেছেন।”

চার্চ তাকে সাতক্ষীরায় বদলি করায় তিনি ঈশ্বরদী থেকে চলে গেছেন বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।

লুক সরকারের ভাড়া বাড়ির মালিক মনিরুল ইসলাম মল্লিক বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ঈশ্বরদী ছেড়ে চলে যাবেন বলে লুক সরকার আগেই জানিয়েছিলেন। অনুমতি পাওয়ায় গত মঙ্গলবার সকালে সমস্ত আসবাবপত্র নিয়ে বাড়ি ছেড়ে যান।

“কোথায় যাচ্ছেন তা আমাদের জানান নি।বিকেলের দিকে আমার পুত্রবধূকে ফোন করে জানিয়েছেন ভালভাবে পৌঁছে গেছেন।”