দুদশক আগের হত্যাকাণ্ডে ৫ জনের যাবজ্জীবন

মেহেরপুরে ২১ বছর আগে বাবা ও ছেলেসহ তিন জনকে হত্যা মামলার বিচারে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2015, 02:33 PM
Updated : 19 Oct 2015, 02:33 PM

দণ্ডিতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরুজ্জামান লাল্টু (৫৬) এবং মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামের ইউনুস আলী (৫৫), একরামুল হক (৪৫), মাসুদ রানা (৫৬) ও আবুল কাশেম (৪৯)।

সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা ।

১৯৯৪ সালের ২৯ অগাস্ট রাতে আসামিরা জালশুকা গ্রামে বাড়িতে ঢুকে শওকত আলী মালিথা, তার ছোট ছেলে হেলাল উদ্দিন ও প্রতিবেশী নূর ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে গুলি করে এবং গলা কেটে হত্যা করে।

এঘটনায় শওকতের বড় ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে ২৯ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা করেন।

সোমবার দেওয়া রায়ে, মামলার বাকি ২৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।