কলম্বোতে প্রবাসীদের ঈদ উদযাপন

উৎসাহ-উদ্দীপনায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করেছেন শ্রীলঙ্কা প্রবাসীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2015, 06:25 PM
Updated : 19 July 2015, 06:25 PM

রাজধানী কলম্বো ও আশপাশের এলাকায় বসবসকারী অধিকাংশ বাংলাদেশি অন্যান্য মুসল্লিদের সঙ্গে কলম্বো সমুদ্র সৈকতের পাশে ‘গল ফেস’ এলাকার উন্মুক্ত প্রাঙ্গণে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন।

শ্রীলঙ্কা নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসান ঈদ উপলক্ষে তার বাসভবনে (বাংলাদেশ ভবনে) ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতি ভোজের আয়োজন করেন বলে রোববার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভবনের সুসজ্জিত বাগানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশি ছাত্র-ছাত্রী, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, শ্রীলঙ্কা প্রশিক্ষণে থাকা বাংলাদেশের সামরিক কর্মকর্তা ও বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা হাই কমিশনার ও তার স্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদের আমেজে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

এসময় বাংলাদেশি খাবার ও মিষ্টি উপভোগ করেন আমন্ত্রিত আতিথিরা।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com