জার্মানিতে সংস্কৃতির মিলন মেলায় বাংলাদেশিরা

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ব সংস্কৃতির মিলনমেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ‍শিক্ষার্থীরা।

মো. মোনায়েম হোসেন খান, জার্মানির ক্লেভ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 11:54 PM
Updated : 4 July 2015, 10:25 AM

সম্প্রতি নর্থ রাইন ভেসটফালিয়া প্রদেশের ক্লেভ শহরে অবস্থিত রাইন-ওয়াল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলজিতে ফেস্টিভাল অব টলারেন্স নামে এই মেলা বর্ণাঢ্য মেলা হয়।

প্রতিবছর এই আয়োজনে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, বিশেষ করে ঐতিহ্যবাহী খাবার সবার সকলের কাছে তুলে ধরে।

দ্বিতীয়বারের মতো এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিয়ে তুলে ধরেন নিজস্ব সংস্কৃতি এবং মুখরোচক খাবার। এতে বাংলাদেশিরা প্রায় ৪০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা করেন; পাশাপশি দুজন ছাত্র বাংলা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে ২০টিরও বেশি দেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করে সেমিনার, ওয়ার্কশপ, আর দিনভর মুখরোচক ভিন্নধর্মী সব খাবার উপভোগ, সঙ্গীত আর বেশ কিছু খেলার আয়োজন ছিল সারাদিন জুড়ে পালিত হওয়া এই মেলায়।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com