ঈদে দেশে আসছেন ৪০ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসী

ঈদ উদযাপনে প্রায় ৪০ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসী চলতি সপ্তাহে দেশে ফিরছেন বলে ট্রাভেল ব্যবসায়ীরা জানিয়েছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 11:12 AM
Updated : 28 June 2015, 11:12 AM

দশম সংসদ নির্বাচন ও তার বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে বর্তমানে ‘স্থিতিশীলতা’ ফিরে আসায় বেশি সংখ্যক প্রবাসী দেশে আসছেন বলে তারা বলছেন।

উত্তর আমেরিকায় বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ী সমিতি-নাটাবের প্রেসিডেন্ট নাজমুল হুদা বলেন, গত বছরের চেয়ে এবার ৩০ শতাংশ বেশি প্রবাসী ঈদ উপলক্ষে বাংলাদেশে যাবেন।

“তবে ভারত ও পাকিস্তানে প্রচণ্ড গরমে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু সংবাদে ক্ষুদ্রতম একটি অংশ শেষ মুহূর্তে সন্তানদের নিয়ে ঢাকায় যাবার কর্মসূচি বাতিল করেছেন। তা না হলে অন্তত আরও  ৫ হাজার পরিবার যোগ হতো এবারের দেশ ভ্রমণের তালিকায়,” বলেন নিউ ইয়র্কের ওয়ার্ল্ডওয়াইড ট্র্যাভেলসর মালিক নাজমুল।

দেশে ফেরার জন্য প্রবাসীদের অনেকে নাটাবের বাইরেও অনলাইনে টিকিট কিনছেন।

অনলাইনে টিকিট সংগ্রহকারীর সংখ্যা ১০ হাজারেরও বেশি হবে বলে বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন।

সব মিলিয়ে এবার রোজার ঈদ উপলক্ষে কমপক্ষে ৪০ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসী দেশে আসছেন।

নিউ ইয়র্কে  স্কুল ও কলেজে ২৬ জুন ক্লাস শেষে গ্রীষ্মের দীর্ঘ ছুটি ঘোষণার পরই ছেলে-মেয়েদের নিয়ে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

নাজমুল হুদা বলেন, এবার সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন আরব আমিরাতের ফ্লাইটে। দ্বিতীয় শীর্ষে রয়েছে ইত্তেহাদ।

তুলনামূলকভাবে এই দুটি এয়ারলাইন্সের টিকিট কম দামে পাওয়া যায় বলে জানান তিনি।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com