যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের নতুন কমিটি

যুক্তরাষ্ট্রে বঙ্গমাতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 04:30 AM
Updated : 7 May 2015, 04:30 AM

বুধবার নিউ ইয়র্কে সংগঠনের বর্ধিত  সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি হয়েছেন  মো. ইনামুল হক, সাধারণ সম্পাদক পদে এসেছেন আশরাফুজ্জামান।

একাত্তরের ঘাতকদের বিচারের পক্ষে প্রবাসে জনমত সংগঠন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নতুন কমিটির সদস্যরা।

এ কমিটিতে  প্রেসিডিয়াম মেম্বার হিসাবে রয়েছেন  জহুরুল ইসলাম, ফাহিম রেজা নুর ও ডা. আলী আহমেদ।

এছাড়া সিরাজ উদ্দীন সোহাগ সাংগঠনিক সম্পাদক, এ কে এম শফিকুল ইসলাম অর্থ সম্পাদক, স্বীকৃতি বড়ুয়া  প্রচার সম্পাদক, অ্যাডভোকেট মোর্শেদা জামান কেন্দ্রীয় সমন্বয় সম্পাদক, অ্যাডভোকেট আব্দুর রহমান আইন বিষয়ক সম্পাদক, সালাউদ্দিন চৌধুরী তথ্য ও গবেষণা সম্পাদক, সৈয়দ রেজাউর রহমান সমাজ কল্যাণ সম্পাদক, খায়রুন নাহার নীলা সাংস্কৃতিক সম্পাদক, কুয়াশা কবীর মহিলা বিষয়ক সম্পাদক, মতিউর রহমান দপ্তর সম্পাদক, শেখ রহমান ক্রীড়া সম্পাদক, ফজলুর রহমান মুদ্রন ও প্রকাশনা সম্পাদক, আমিরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, হাফিজুর রহমান হীরা যুব বিষয়ক সম্পাদক, সাবিকুন নাহার  শিশু কিশোর বিষয়ক সম্পাদক এবং প্রভাস চক্রবর্তী ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন-  ইসলাম উদ্দিন পংকী, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন, কবির উদ্দিন ভূঁইয়া, আবদুল হান্নান মজুমদার, শামীম সরকার, কামরুন নাহার, শহিদুল ইসলাম দুখু, সাইদুর রহমান বেনু, রাইসুর হুদা, তামদাদ হোসেন, রিজওয়ানা হাসান মিতু, লুৎফর রহমান, মো. মাসুদুর রহমান, সুরাইয়া বেগম ও মনোয়ারা বেগম।