আইএমএসও’র মহাপরিচালকের দায়িত্ব নিলেন ক্যাপ্টেন মইন

প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন ক্যাপ্টেন মইন ইউ আহমেদ।

লন্ডন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2015, 02:49 PM
Updated : 15 April 2015, 04:01 PM

বুধবার লন্ডনে আইএমএসও’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের অধীন আইএমএসও পাবলিক স্যাটেলাইটের নিরাপত্তা তদারকি করে। বর্তমানে ১০১টি দেশ এই সংস্থার সদস্য।

যুক্তরাজ্যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহাসহ অনেক দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি এবং সদস্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন মইন।

জার্মানি, ফ্রান্স, রুমানিয়া ও ইতালির প্রার্থীদের বিরুদ্ধে লড়ে আইএমএসও’র মহাপরিচালক হন তিনি।

এ পদে তাকে সমর্থনকারী দেশগুলোকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনকালে তাদের সহায়তা প্রত্যাশা করেন ক্যাপ্টেন মইন ইউ আহমেদ।

বাংলাদেশসহ আইএমএসও’র সদস্য দেশগুলোর সাধারণ মানুষ যোগাযোগের ক্ষেত্রে যাতে সর্বোচ্চ সুবিধা পান তা নিশ্চিত করাই সংস্থার মহাপরিচালক হিসেবে তার প্রধান কাজ হবে বলে জানান তিনি।