রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বাংলাদেশিরা

মিয়ানমারে রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 06:21 AM
Updated : 26 Sept 2017, 09:07 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কানেক্টিকাট এভিনিউ সংলগ্ন উন্মুক্ত প্রান্তরে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’ এ মানববন্ধনের উদ্যোগ নেয়।

মানববন্ধনে স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড নেশন্‌স, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। এরপর মিয়ানমার দূতাবাসের সামনেও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে প্রতিবাদ জানায় প্রবাসীরা।

এ কর্মসূচিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর, মোহাম্মদ আলমগীর, অ্যান্থনি পিউস গমেজ, নুরল আমিন নুরু, রোকসানা পারভীন, পারভীন পাটোয়ারী, নাইম রহমান, আবু রুমী, আক্তার হোসেন, কবীর পাটোয়ারী, মোহাম্মদ মোস্তফা, মাহমুদুন নবী বাকী, রেদোয়ান চৌধুরী, নেসার আহমেদ, সুলতান চোধুরী, রোমিও হক, রফিকুল ইসলাম আকাশ, জীবক বড়ুয়া, শেখ সেলিম, আলতাফ হোসেন, জাকির চৌধুরী, জাহিদ রহমান, ডেলিগেট বেলাল আলী ও মুনির হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!