যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 05:45 AM
Updated : 26 Sept 2017, 05:45 AM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের নিউ মেজবান পার্টি হলে ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সিলেটবাসী’- এ ব্যানারে সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

এ সময় যুক্তরাষ্ট্রে সফররত বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপিকে পঙ্গু বানিয়ে আওয়ামী বাকশালীরা ক্ষমতার মেয়াদ বাড়াতে চাচ্ছে। এজন্যে তারা মামলা-হামলার পাশাপাশি গুম-খুনের খেলায় মেতে উঠেছে।”

তিনি আরও বলেন, “এখন সময় হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার পতনের আন্দোলনের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ হবার। দেশ ও প্রবাসের ঐক্যের জোয়ারে ভাসিয়ে দিতে হবে বাকশালীদের দুঃশাসন।”

প্রয়াত অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমানের সহকারি একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ উল্লেখ করে কাইয়ুম চৌধুরী আরও বলেন, “সিলেট আজ অবহেলিত। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ এখন তিলে তিলে উপলব্ধি করছেন সাইফুর রহমানের অনুপস্থিতি। তবে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, অবশ্যই সিলেটকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং অবহেলিত জনপদের অপবাদ মুছে ফেলবো আমরা।”

সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সেক্রেটারি আবু সাঈদ আহমদ।

এছাড়া আরও বক্তব্য দেন শরীফ লস্কর, সালেহ চৌধুরী, ফারুক মজুমদার, দারাদ আহমেদ, এবাদ চৌধুরী, আহবাব হোসেন খোকন, খলকুর রহমান, মাজহারুল ইসলাম জনি, কাইছার আহমেদ ও আব্দুল আওয়াল জুবের।

সমাবেশ উপস্থিত ছিলেন জিয়াউল ইসলাম মুন্না, হারুন অর রশীদ মামুন, মনসুর আহমেদ শাওন, শেখ হায়দার আলী, আব্দুল ওয়াদুদ, নাজিম চৌধুরী রিঙ্কু, আমানত হোসেন আমান, আমিনুল ইসলাম স্বপন, সিদ্দিকুর রহমান রুবেল, রুহেলুজ্জামান চৌধুরী, তারেক আহমেদ, শাহাদত হোসেন রাজু, মো.এন্নান, শাহ কামাল, সাবের চৌধুরী ও সাইফুল খান হারুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!