ফ্রান্সে বাংলাদেশিদের শারদীয় দুর্গোৎসব শুরু

ফ্রান্সে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আব্দুল মালেক হিমু, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 04:55 AM
Updated : 26 Sept 2017, 05:20 AM

স্থানীয় সময় মঙ্গলবার থেকে প্যারিসের নয়টি অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়।

মণ্ডপগুলোতে প্রতিদিনই আয়োজন করা হবে বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, লন্ডন, ভারতের শিল্পী ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এ উৎসব সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফ্রান্সের সমন্বয়কারী বাবু রজত রায় ও সুব্রত ভট্টাচার্জ শুভ।

আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!