রোহিঙ্গা নির্যাতনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা শাখার প্রতিবাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী পরিচালিত অভিযানের প্রতিবাদ জানিয়ে স্থায়ী সমাধান চেয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা শাখা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 11:13 AM
Updated : 25 Sept 2017, 11:13 AM

সোমবার সংগঠনের সভাপতি জয়দত্ত বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিতে এই দাবি জানায় সংগঠনটি।

প্রতিবাদ লিপিতে বলা হয়- “আমরা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা শাখা’র পক্ষে সুনীল গোমেজ, প্রদীপ সরকার, সরোজ দাশ, দিপক ধর অপু, শ্যামল দত্ত, ফনিদ্র কুমার ভট্টাচার্য্য, অমলেন্দু ধর, কৃষ্ণপদ সেন, দিলীপ কর্মকার, বিদ্যুৎ ভৌমিক, বরুণ বণিক, নয়ন রায়, অনুপ চৌধুরী মিঠু, কৃপেশ পাল, প্রমোদ সিনহা, কল্লোল সোম পান্না ও বিজয়ভূষণ চৌধুরী মিয়ানমারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি দাবি জানিয়ে প্রতিবাদলিপিতে বলা হয়- ‘রোহিঙ্গারাও মায়ের সন্তান, তারাও মানুষ।’ 

‘রোহিঙ্গা সমস্যার সুযোগে বাংলাদেশে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে দেশের জনগণসহ বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!