সৌদিতে এবছর ১৪১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে মোট ১৪১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১১০ ও নারী ৩১ জন।

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 09:19 AM
Updated : 25 Sept 2017, 09:19 AM

সর্বশেষ স্থানীয় সময় রোববার মদিনা আল মুনাওয়ারায় বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তার নাম দিলদার বেগম (৭০), বাড়ি চট্টগ্রাম জেলায়, পাসপোর্ট নম্বর বিএম ০২৬৬৪০৭।

রোববার রাতে বাংলাদেশ হজ মিশন মক্কা ও মদিনার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ফিরতি মোট ২০৬টি ফ্লাইটে দেশে ফেরত যাওয়া হাজযাত্রীর সংখ্যা ৭১ হাজার ১৮৪ জন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফিরতি ফ্লাইট সংখ্যা ৯৭ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৯টি।

বাংলাদেশ থেকে এবছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করার জন্য সৌদি আরব আসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!